পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“গত হাজার বছরে উদ্ভাবিত কোন্ জিনিসটা আমাদের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] অনেক লোকেরাই মনে করে তা হল বিদ্যুৎ, টেলিফোন অথবা কমপিউটার কিন্তু কিছু বিশেষজ্ঞ মনে করেন তা হল সম্ভবত এই মেশিন। [১৭ পৃষ্ঠার ছবিটা দেখান।] এটা হল প্রথম যন্ত্রচালিত ছাপাখানার একটা মডেল আর নিঃসন্দেহে এটা জগৎকে বদলে দিয়েছে। আমি নিশ্চিত এর উদ্ভাবক জোহান্স গুটেনবার্গ সম্বন্ধীয় এই প্রবন্ধটা পড়ে আপনার ভাল লাগবে।”
The Watchtower ডিসে. ১৫
“যীশু খ্রীষ্টকে বিশ্বাস করুন বা না করুন, বছরের এই সময়টাতে, বেশির ভাগ লোকই তাঁর সম্বন্ধে চিন্তা করেন। কেউ কেউ বলেন যে তিনি প্রকৃত ব্যক্তি ছিলেন না। আপনি কী মনে করেন? [উত্তরের পর, মথি ১৬:১৫, ১৬ পদ পড়ুন।] আমি নিশ্চিত যে ‘প্রকৃত যীশু’ সম্বন্ধে এই প্রবন্ধটা পড়ে আপনার ভাল লাগবে, যেটা দেখায় যে কীভাবে তিনি আজকে আপনার ওপর প্রভাব ফেলেন এবং ভবিষ্যতে প্রভাব ফেলবেন।”
সচেতন থাক! অক্টো.-ডিসে.
সব ধরনের চিন্তাই কি আপনার জন্য খারাপ? আপনি হয়তো তা মনে করেন কিন্তু সচেতন থাক! পত্রিকার এই সংখ্যায় দেওয়া প্রবন্ধগুলোর মধ্যে একটা প্রবন্ধ, কীভাবে চিন্তা কখনও কখনও প্রকৃতপক্ষে আপনাকে সাহায্য করতে পারে সে বিষয়ে বাস্তবধর্মী কিছু পরামর্শ সহ “বূদ্ধিপূর্বক চিন্তা কর” বিষয়টা আলোচনা করে। আপনি কি এই সংখ্যাটা পড়তে চান?”
The Watchtower জানু. ১
“আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কেন কিছু লোক খুব আরাম-আয়েশে জীবনযাপন করেন অথচ যেখানে অন্যদের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়? বাইবেল এই সম্বন্ধে কিছু জানায়। [ইয়োব ৩৪:১৯ পদ পড়ুন।] ঈশ্বর কীভাবে শ্রেণীবৈষম্যকে এক অতীতের বিষয় করবেন, তা এই পত্রিকায় ব্যাখ্যা করা হয়েছে।”