পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ ফেব্রু. ১৫
“মাঝে মাঝে, আমরা এইরকম সংবাদ শুনে থাকি, যা দাবি করে যে কোনো একটা অলৌকিক কাজ ঘটেছে। [একটা উদাহরণ উল্লেখ করুন।] কেউ কেউ এই সংবাদগুলোকে বিশ্বাস করে। অন্যেরা সন্দেহ প্রকাশ করে। বাইবেলে বর্ণিত অলৌকিক কাজগুলো সত্যিই ঘটেছিল কি না এবং এই ধরনের কাজগুলো আজকে ঘটে কি না, তা নিয়ে এই পত্রিকা পরীক্ষা করে।” যিরমিয় ৩২:২১ পদ পড়ুন।
সচেতন থাক! জানু.-মার্চ
“অনেক লোকই শৈশবকাল থেকে সন্তানদের প্রশিক্ষণ দেওয়ার মূল্য বুঝতে পারে। আপনি কি মনে করেন যে, এটা গুরুত্বপূর্ণ? [উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর হিতোপদেশ ২২:৬ পদ পড়ুন।] সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা সেই নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করে যেগুলো বাবামারা তাদের সন্তানদের ন্যায়নিষ্ঠ ও সফল প্রাপ্তবয়স্ক ব্যক্তি হিসেবে বিকশিত হতে সাহায্য করার জন্য করতে পারে।”
প্রহরীদুর্গ মার্চ ১
আপনি কি মনে করেন যে, প্রত্যেকেই যদি এই উপদেশ কাজে লাগাত, তা হলে এই জগৎ এক উত্তম স্থান হয়ে উঠত? [রোমীয় ১২:১৭, ১৮ পদ পড়ুন। তারপর উত্তর দেওয়ার সুযোগ দিন।] দুঃখের বিষয় যে, কখনও কখনও ব্যক্তিগত মতবিরোধ ঘটে থাকে। এই পত্রিকা দেখায় যে, কীভাবে বাইবেলের পরামর্শ কাজে লাগানো আমাদের দ্বন্দ্ব মেটাতে এবং পুনরায় শান্তি স্থাপন করতে সাহায্য করতে পারে।”
সচেতন থাক! জানু.-মার্চ
“তাদের সন্তানরা ভাল ব্যক্তি হয়ে উঠবে তা নিশ্চিত করতে বাবামারা কি কিছু করতে পারে? কী ফল হয়েছে তা লক্ষ করুন। [হিতোপদেশ ২৩:২৪, ২৫ পদ পড়ুন এবং তারপর প্রবন্ধের ২০ পৃষ্ঠা খুলুন।] সন্তানদের শাসন করে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে এই প্রবন্ধ সাহায্যকারী বিভিন্ন পরামর্শ জোগায়।”