ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/০৮ পৃষ্ঠা ১
  • পরিচর্যায় আপনার সময়কে কার্যকারীভাবে ব্যবহার করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পরিচর্যায় আপনার সময়কে কার্যকারীভাবে ব্যবহার করুন
  • ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ক্ষেত্রের পরিচর্যা সভা যে-উদ্দেশ্যসাধন করে
    ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো থেকে পুরোপুরিভাবে উপকার লাভ করুন
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যেভাবে আপনার ক্ষেত্রের পরিচর্যার দল থেকে উপকার লাভ করা যায়
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/০৮ পৃষ্ঠা ১

পরিচর্যায় আপনার সময়কে কার্যকারীভাবে ব্যবহার করুন

১ নিশ্চিতভাবেই আমাদের পরিচর্যায় অনেক কিছু সম্পাদন করতে হবে আর সময় সংকুচিত। (যোহন ৪:৩৫; ১ করি. ৭:২৯) আমাদের কাজের জন্য ভালভাবে সংগঠিত হয়ে ও পূর্বপরিকল্পনার মাধ্যমে আমরা পরিচর্যার জন্য তালিকাবদ্ধ করা সময়কে কার্যকারীভাবে ব্যবহার করতে পারি।

২ প্রস্তুত থাকুন: ক্ষেত্রের পরিচর্যা সভায় যাওয়ার আগে, আপনার কাছে প্রয়োজনীয় সাহিত্যাদি রয়েছে কি না এবং আপনার উপস্থাপনা ভালভাবে মনে আছে কি না, সেই বিষয়ে নিশ্চিত হোন। প্রার্থনা দিয়ে সভা শেষ হওয়ার পর সরাসরি ক্ষেত্রে চলে যান। এটা করা আপনাকে ও আপনার সঙ্গে যারা কাজ করে, তাদেরকে ক্ষেত্রের পরিচর্যার জন্য নির্ধারিত সময়টুকুতে যথাসাধ্য করার সুযোগ করে দেবে।

৩ আপনাকে যদি ক্ষেত্রের পরিচর্যা সভা পরিচালনা করার জন্য নিযুক্ত করা হয়, তাহলে সময়মতো শুরু করুন। সভা সংক্ষিপ্ত করুন​—⁠১০ থেকে ১৫ মিনিটের বেশি নয়। দলকে ক্ষেত্রে পাঠানোর আগেই এই বিষয়ে নিশ্চিত হোন যে, কে কোথায় এবং কার সঙ্গে কাজ করবে, তা প্রত্যেকে জানে কি না।

৪ পরিচর্যায় থাকাকালীন: ক্ষেত্রের পরিচর্যা সভা শেষ হয়ে যাওয়ার পর অযথা দেরি করবেন না বরং সরাসরি এলাকায় যাওয়ার জন্য প্রস্তুত হোন। আপনি যদি কিছুটা সময় আগে এলাকা ত্যাগ করার কথা চিন্তা করেন, তাহলে আপনি হয়তো যার সঙ্গে আপনি কাজ করছেন তাকে আগে থেকে তা জানাতে পারেন, যাতে তিনি অন্য প্রকাশকের সঙ্গে যোগ দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারেন ও আপনি চলে যাওয়ার পর তার পরিচর্যা চালিয়ে যেতে পারেন। একটা দলের সঙ্গে কাজ করার সময় তাদের সম্বন্ধে বিবেচক হোন, যারা হয়তো আপনার আলোচনা শেষ হওয়ার জন্য অপেক্ষা করছে। তা করার জন্য আপনাকে হয়তো কৌশলে সেই ব্যক্তির কাছ থেকে চলে আসতে হবে, যিনি তর্কপ্রবণ অথবা এমন কারো কাছে ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করে আসতে হবে, যিনি আগ্রহী।​—⁠মথি ১০:⁠১১.

৫ পুনর্সাক্ষাৎ করার সময় আপনি অন্য আরেকটা এলাকায় চলে যাওয়ার আগে, সেই একই এলাকার পুনর্সাক্ষাৎগুলো করার মাধ্যমে অযথা ভ্রমণ করা এড়াতে পারেন। তারা ঘরে থাকবে কি না, এই বিষয়টা নিশ্চিত করার জন্য কিছু ব্যক্তিকে হয়তো ফোন করা যেতে পারে। (হিতো. ২১:⁠৫) আপনি যদি আশা করেন যে, কোনো সাক্ষাৎ দীর্ঘ হবে, তাহলে আপনার সাক্ষাৎ শেষ না হওয়া পর্যন্ত যারা আপনার সঙ্গে যোগ দেয় তাদের জন্য কাছাকাছি প্রচার করার অথবা অন্য কোনো পুনর্সাক্ষাৎ করার ব্যবস্থা করা যেতে পারে।

৬ আমরা এমন একটা সময়ে বাস করছি, যখন প্রচুর আধ্যাত্মিক শস্য রয়েছে। (মথি ৯:​৩৭, ৩৮) শীঘ্রই কাজ শেষ হবে। তাই, আমাদের আকাঙ্ক্ষা হল পরিচর্যায় থাকাকালীন আমাদের সময়কে কার্যকারীভাবে ব্যবহার করা।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার