প্রশ্ন বাক্স
▪ আগ্রহী ব্যক্তিদের সঙ্গে কোন দুটি প্রকাশনা অধ্যয়ন করা উচিত?
বাইবেল অধ্যয়ন শুরু ও পরিচালনা করার জন্য বাইবেল শিক্ষা দেয় বইটি হল আমাদের প্রধান হাতিয়ার। যদিও বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য অন্য কোনো প্রকাশনা যেমন, উপযুক্ত একটি ট্র্যাক্ট ব্যবহার করায় কোনো আপত্তি নেই, তবে যত শীঘ্র সম্ভব সেটি দিয়ে অধ্যয়ন করা পরিবর্তন করে বাইবেল শিক্ষা দেয় বই ব্যবহার করার জন্য প্রচেষ্টা করা উচিত। অধ্যয়ন শুরু করার জন্য বাইবেল শিক্ষা দেয় বইটি ব্যবহার করে উল্লেখযোগ্য ফলাফল পাওয়া গিয়েছে।
যদি বাইবেল শিক্ষা দেয় বইটি অধ্যয়ন করা শেষ হয়ে যায় এবং ছাত্র উন্নতি করে চলেন, তাহলে এরপর ঈশ্বরের উপাসনা করুন বইটি দিয়ে অধ্যয়ন করা উচিত। (কল. ২:৭) এই বইটির উদ্দেশ্য সম্বন্ধে ২য় পৃষ্ঠা ব্যাখ্যা করে: “যারা ঈশ্বরকে ভালবাসে তাদের সবাইকে বাইবেল তাঁর মহামূল্যবান সত্যগুলোর ‘উচ্চতা ও গভীরতা বুঝিতে’ পরামর্শ দেয়। (ইফিষীয় ৩:১৮) এই বইটা সেই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। আমরা আশা করি যে, এটা আপনাকে আধ্যাত্মিক দিক দিয়ে বৃদ্ধি পেতে এবং ঈশ্বরের ধার্মিক নতুন জগতে নিয়ে যায় এমন সংকীর্ণ জীবনের পথে চলার জন্য আরও ভালভাবে সজ্জিত হতে সাহায্য করবে।”
দুটি বই শেষ করার আগেই ছাত্র যদি বাপ্তিস্মের জন্য যোগ্য হন, তাহলে দ্বিতীয় বইটি অধ্যয়ন শেষ না হওয়া পর্যন্ত অধ্যয়ন চালিয়ে যাওয়া উচিত। ছাত্র যদি বাপ্তাইজিতও হয়ে থাকেন, তবুও সেই পরিচালক সময়, পুনর্সাক্ষাৎ ও বাইবেল অধ্যয়ন গণনা করতে পারেন। পরিচালকের সঙ্গে যে-প্রকাশক যান এবং অংশগ্রহণ করেন, তিনিও সময় গণনা করতে পারেন।