এটা কোন অবস্থায় রয়েছে?
আমরা অর্পণ করার জন্য পরিকল্পনা করি এমন যেকোনো সাহিত্যাদির ক্ষেত্রে এই প্রশ্ন করা উপযুক্ত। অতিব্যবহারে পাতার কোনা মোড়া, বিবর্ণ, নোংরা বা ছেঁড়া যেকোনো সাহিত্য আমাদের সংগঠনের সুনামের ওপর খারাপ প্রভাব ফেলবে আর তা গৃহকর্তাকে সাহিত্যে যে-অপূর্ব, জীবনরক্ষাকারী বার্তা রয়েছে, সেটা থেকে বিক্ষিপ্ত করতে পারে।
কীভাবে আমরা আমাদের সাহিত্যাদিকে যত্ন করে রাখতে পারি? অনেকে তাদের প্রচারের ব্যাগ গুছিয়ে রাখাকে সাহায্যকারী বলে মনে করে যাতে একইধরনের বইগুলো একসঙ্গে থাকে। উদাহরণস্বরূপ, তারা বই, পত্রিকা ও ব্রোশার, ট্র্যাক্ট এবং অন্যান্য বইপত্র আলাদা আলাদা জায়গায় রাখে। তারা যখনই তাদের বাইবেল এবং সাহিত্যকে পুনরায় তাদের প্রচারের ব্যাগে রাখে, তখন তারা যত্ন করে সেগুলো রাখে যাতে সাহিত্য নষ্ট না হয়। কোনো কোনো প্রকাশক ফোল্ডার বা স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে তাদের সাহিত্যাদি রাখে। আমরা যে-পদ্ধতিই ব্যবহার করি না কেন, নষ্ট হয়ে যাওয়া সাহিত্যাদি দেওয়ার দ্বারা আমরা কাউকেই আমাদের পরিচর্যায় খুঁত খোঁজার জন্য যুক্তিযুক্ত কারণ দিতে চাই না।—২ করি. ৬:৩.