“আমি আপনার সাহিত্য নেব, যদি আপনি আমারটা নেন”
কিছু গৃহকর্তা এভাবে প্রস্তাব দিয়ে থাকে। আমরা যেহেতু ভুল বিষয় ছড়িয়ে দেয় এমন ধর্মীয় সাহিত্যের সঙ্গে আমাদের বাইবেল অধ্যয়নের বিভিন্ন সহায়ক বিনিময় করি না, তাই কীভাবে আমরা কৌশলতার সঙ্গে উত্তর দিতে পারি? (রোমীয় ১:২৫) আমরা বলতে পারি: “আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ। মানবজাতির সমস্যাগুলোর সমাধান হিসেবে এখানে কী বলা আছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। আপনার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তিনি যদি আপনাকে তার সাহিত্য পড়ে দেখার আমন্ত্রণ জানান, তাহলে আপনি তাকে মনে করিয়ে দিতে পারেন যে, আপনার সাহিত্যের মধ্যে কী রয়েছে তা না জানিয়ে আপনি তাকে সেটা গ্রহণ করার প্রস্তাব দেননি। তারপর মথি ৬:৯, ১০ পদ পড়ুন অথবা উদ্ধৃত করুন।] যিশু প্রকাশ করেছিলেন যে, ঈশ্বরের রাজ্য পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছা সম্পাদন করবে। তাই, আমি শুধুমাত্র ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রকাশ করে এমন ধর্মীয় সাহিত্যাদি পড়ে থাকি। ঈশ্বরের রাজ্য যে-সমস্ত সুনির্দিষ্ট বিষয় সম্পাদন করবে, সেগুলোর মধ্যে কয়েকটা কি আমি আপনাকে বাইবেল থেকে দেখাতে পারি?”