“তোমাদের সকল কার্য্য প্রেমে হউক”
১ “আপনাদের লোকেরা সত্যিই প্রশংসা পাওয়ার মতো; তারা খুবই সম্মানজনক ও ভদ্র ব্যবহার করেন।” কথাগুলো যুক্তরাষ্ট্রের সম্মেলন ও পর্যটক দফতর থেকে জানানো হয়েছিল যারা আমাদের জেলা সম্মেলনের জন্য হল ভাড়া দিয়েছিল। লোকেদের মুখে আমাদের আচারব্যবহারের প্রশংসা শুনে আমরা সত্যিই খুশি হই। এটা দেখায় যে আমরা ‘সকল কার্য্য প্রেমের সঙ্গে করি।’ (১ করি. ১৬:১৪) কিন্তু তবুও এমন কিছু বিষয় আছে যেগুলোর দিকে আমরা যদি খেয়াল না রাখি, তাহলে তা ঈশ্বরের দাসেদের সুনাম নষ্ট করে দিতে পারে।
২ রুম বুক করার সমস্যা: যে সব শহরগুলোতে সম্মেলন হয় সেখানে একটা রুমিং ডিপার্টমেন্ট তৈরি করা হয়। এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে বিভিন্ন হোটেলে গিয়ে সস্তা দামে রুমের বন্দোবস্ত করা যাতে করে ভাইবোনেরা সম্মেলনে যোগ দিতে পারেন ও কম খরচে থাকতে পারেন। আমাদের জন্য রুমের ব্যবস্থা করতে ভাইয়েরা অনেক সময় দেন আর অনেক পরিশ্রমও করেন। কিছু হোটেলের ম্যানেজাররা প্রথমে কম পয়সায় রুম দিতে চান না কারণ আগে অন্য ধর্মীয় দলের লোকেদের থাকতে দিয়ে তারা ভাল ব্যবহার পাননি। কিন্তু আমাদের ভাইয়েরা যখন তাদের কথা দেন যে আমাদের ভাইবোনেরা তাদের সঙ্গে সহযোগিতা করবেন তখন অনেক হোটেল আমাদের রুম দিতে রাজি হয়।
৩ গত বছর বেশ কিছু হোটেল জানিয়েছিল যে শেষ মুহূর্তে অনেক রুমের বুকিং বাতিল করা হয়েছিল। তার কারণ কী? কারণ কোন কোন ভাইবোনেরা দুটো হোটেলে রুম বুক করেছিলেন আর হয়তো তারা প্রথম হোটেলে পয়সা জমা দিতে ভুলে গিয়েছিলেন বা জানাতে ভুলে গিয়েছিলেন যে দ্বিতীয় হোটেল বেশি পচ্ছন্দ হওয়ায় তারা প্রথম হোটেলের বুকিং বাতিল করতে চান। এছাড়াও আরও কিছু কারণ আছে। যেমন, কোন কোন ভাইয়েরা হয়তো একটার বেশি রুম বুক করেছিলেন এই ভেবে যে যারা তাদের সঙ্গে সম্মেলনে আসবেন তাদের থাকার ব্যবস্থাও তারা করে দেবেন। কিন্তু দেখা যায় যে পরে সেখানে পৌঁছে ভাইরা হয়তো শুধু একটা রুমই নেন, অন্যগুলোকে বাতিল করে দেন। যে হোটেলগুলোতে এই সমস্যা হয়েছে তারা বলেন যে আগে ওয়াচটাওয়ারের লোকেদের কাছ থেকে এই ধরনের ব্যবহার আমরা কখনও পাইনি।
৪ এটা হোটেলগুলোয় ও আমাদের সম্মেলনের ব্যবস্থা করায় খুব বড় সমস্যা নিয়ে আসে। হোটেলগুলো হয়তো আমাদের লোকেদের জন্য কিছু রুম আলাদা করে রাখেন আর ভাবেন যে সম্মেলনের সময়ে এই রুমগুলো ভরে যাবে। কিন্তু দেখা যায় যে সম্মেলনের সময় এই রুমগুলো খালিই পড়ে রয়েছে। তাই এই সমস্যা যদি চলতেই থাকে, তাহলে ভবিষ্যতে যখন ভাইবোনদের জন্য হোটেলগুলোতে রুম বুক করার বন্দোবস্ত করা হবে তখন রুম পাওয়া মুশকিল হয়ে দাঁড়াতে পারে। তাই এই সমস্যা এড়াতে হলে হোটেলে সেই কটা রুমই বুক করা দরকার যেখানে ভাইবোনেরা অবশ্যই এসে থাকবেন।
৫ কিছু কিছু হোটেলে যেখানে সকালের জলখাবারের জন্য পয়সা নেওয়া হয় না সেই হোটেলগুলো বলেছে যে আমাদের ভাইবোনেরা এই ব্যবস্থার অযথা সুযোগ নেন। তারা পেট ভরে খাওয়ার পরেও অনেক খাবার সঙ্গে নিয়ে নেন। আমাদের মনে রাখা উচিত যে কোন হোটেল যখন লোকেদের জন্য সকালের জলখাবার দেয় তখন সেটা শুধু সকালের জন্যই আর শুধুমাত্র যারা সেই হোটেলে থাকছেন তাদের জন্যই। হোটেলে জলখাবার এইজন্য দেওয়া হয় না যে আমরা তা সঙ্গে করে নিয়ে এসে সম্মেলনে আরও অনেকের সঙ্গে ভাগ করে খাব। আমরা যদি অন্যায়ভাবে হোটেলের এই ব্যবস্থার সুযোগ নিই, তাহলে হতে পারে যে হোটেল এই সুবিধা দেওয়া বন্ধ করে দেবে, রুমের ভাড়া বাড়িয়ে দেবে বা ভবিষ্যতে রুম দিতেই চাইবে না।
৬ সব লোকেদের জন্য ভাল করা: আমরা যিহোবা ও আমাদের প্রতিবেশীদের ভালবাসি বলেই অন্যদের সঙ্গে ভাল ব্যবহার করি ও আমাদের নিজেদের আচারব্যবহার ভাল রাখতে চেষ্টা করি। (মথি ২২:৩৭-৩৯; যাকোব ৩:১৩) বাইবেলও আমাদের পরামর্শ দেয় যে আমরা যেন সবাইকে ভালবাসি ও বিবেচক হই। (গালা. ৬:১০) আমরা যখন হোটেলে থাকি তখনও বাইবেলের এই নীতিকে আমাদের কাজে লাগানো উচিত। আমরা যদি হোটেলের নিয়মকানুন না মানি, তাহলে আমাদের নিজেদের সুনাম নষ্ট, সস্তায় রুম ভাড়া না পাওয়া বা আমাদের ভাইদের অখুশি করার ভয় থাকে। যদি কোন হোটেল সস্তায় রুম দিতে না চায়, তাহলে অন্য শহর থেকে আসা আমাদের ভাইবোনদের খুবই অসুবিধায় পড়তে হবে বিশেষ করে তাদের জন্য যারা বেশি দামের রুম নিতে পারেন না।
৭ যদি আপনি কোন ভাল রুম বুক করেন আর শেষ মুহূর্তে সেটা বাতিল করেন, তাহলে অন্য কোন ভাই যিনি এইরকমই একটা রুম চান তিনি সেটা পান না। আর এর ফলে সেই ভাইকে হয়তো সম্মেলনের জায়গা থেকে অনেক দূরে হোটেল ভাড়া করে থাকতে হয় বা হয়তো তিনি এমন রুম নিতে বাধ্য হন যেটা তার পচ্ছন্দের নয়। এই ধরনের ব্যবহার করে কি আমরা বলতে পারি যে আমরা আমাদের ভাইদের ভালবাসি বা তাদের সঙ্গে ভাল ব্যবহার করছি? কতই না ভাল হয় যদি আমরা নিজেদের সুবিধা না দেখে অন্যদের সুবিধার কথা ভাবি। তা করে আমরা দেখাতে পারি যে আমরা তাদের ভালবাসি ও তাদের ভাল চাই!—মথি ৭:১২; যোহন ১৩:৩৪, ৩৫.
৮ আমরা “ঈশ্বরের বাক্যের কার্যকারীরা” জেলা সম্মেলনে যোগ দেওয়ার জন্য এখন থেকেই নিশ্চয় অপেক্ষা করছি। সম্মেলনে যাওয়ার জন্য কি আপনি সবরকম ভাবেই তৈরি হয়েছেন যেমন হোটেল ভাড়া করা ও যাতায়াতের ব্যবস্থা করা? হোটেলে ও সম্মেলন শহরে লোকেদের সঙ্গে ভাল ব্যবহার করে আমরা দেখাতে পারি যে আমরা যিহোবাকে ভালবাসি ও সত্য আমাদের অন্তরে আছে।