ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৯/৯৮ পৃষ্ঠা ৭
  • নেতৃত্ব দানকারী অধ্যক্ষেরা—পরিচারক অধ্যক্ষ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • নেতৃত্ব দানকারী অধ্যক্ষেরা—পরিচারক অধ্যক্ষ
  • ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষরা যেভাবে ব্যক্তিগত আগ্রহ দেখান
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনার মণ্ডলীর বই অধ্যয়ন অধ্যক্ষের সঙ্গে সহযোগিতা করুন
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যেভাবে আপনার ক্ষেত্রের পরিচর্যার দল থেকে উপকার লাভ করা যায়
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৯/৯৮ পৃষ্ঠা ৭

নেতৃত্ব দানকারী অধ্যক্ষেরা​—পরিচারক অধ্যক্ষ

১ মণ্ডলীর নির্ধারিত এলাকায় সুসমাচার প্রচারের কাজের অগ্রগতির সঙ্গে যুক্ত সমস্ত বিষয়ে পরিচারক অধ্যক্ষ বিশেষ মনোযোগ দিয়ে থাকেন। তাই সুসমাচার প্রচার করার জন্য আমাদের দায়িত্বটি পরিপূর্ণ করার জন্য সাহায্য করায় তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। উদ্যমী সুসমাচার প্রচারক হিসাবে, তিনি ক্ষেত্রের পরিচর্যার সঙ্গে সম্বন্ধযুক্ত সমস্ত বিষয়গুলিকে সংগঠিত করতে নেতৃত্ব নেন। দক্ষ শিক্ষক হিসাবে, তিনি প্রত্যেক প্রকাশককে পরিচর্যায় তাদের দক্ষতাকে বাড়ানোর জন্য ব্যক্তিগতভাবে সাহায্য করেন।​—⁠ইফি. ৪:​১১, ১২.

২ এই প্রাচীন সরাসরিভাবে সেই সমস্ত পরিচারক দাসেদের কাজের তত্ত্বাবধান করেন যারা সাহিত্য, পত্রিকা এবং এলাকাগুলির দেখাশোনা করেন। প্রত্যেক মাসে আমাদের ব্যবহারের জন্য মণ্ডলীতে পর্যাপ্ত সাহিত্য, পত্রিকা এবং পরিচর্যা ফর্ম রয়েছে কি না সে বিষয়টি তিনিই দেখেন। বছরে একবার তিনি এলাকার ফাইলটি পুনর্বিবেচনা করেন এবং সেই সব ঘরের ঠিকানাগুলি দেখেন যেখানে আমাদের সাক্ষাৎ করতে মানা করা হয়েছিল আর তিনি যোগ্য ভাইদের এই ঘরগুলিতে সাক্ষাৎ করার জন্য নিযুক্ত করেন।

৩ প্রচারের বিভিন্ন পদ্ধতিগুলি দেখাশোনা করার দায়িত্বও পরিচারক অধ্যক্ষের উপর রয়েছে যেমন ব্যবসায়ী এলাকা, রাস্তা এবং টেলিফোনে সাক্ষ্যদান। ছুটির দিনগুলি সমেত সারা সপ্তাহে ক্ষেত্রের পরিচর্যায় মিলিত হওয়ার জন্য ব্যবহারিক ব্যবস্থাদির আয়োজন করার বিষয়েও তিনি সতর্ক থাকেন। বাইবেল অধ্যয়নের কাজে তিনি অকৃত্রিম আগ্রহ দেখিয়ে থাকেন। পরিচর্যায় যারা অনিয়মিত অথবা নিষ্ক্রিয় হয়ে পড়ছেন তাদের আধ্যাত্মিক সাহায্য যোগানোর জন্য তিনি বিভিন্নভাবে চেষ্টা করেন। অগ্রগামীদের কাজের ব্যাপারে তিনি খুবই মনোযোগী এবং অগ্রগামীরা অন্যদের সাহায্য করেন কার্যক্রমটিকে তিনিই পরিচালনা করবেন।

৪ মণ্ডলীর পরিচর্যা কমিটির সদস্য হিসাবে পরিচারক অধ্যক্ষ মণ্ডলীর বুকস্টাডি দলগুলিতে কোন রদবদলের প্রয়োজন মনে করলে সে বিষয়ে প্রস্তাব করবেন। যখন তিনি আপনার দলটি পরিদর্শন করেন, তখন উপস্থিত থাকতে এবং তার সঙ্গে ক্ষেত্রের পরিচর্যায় কাজ করতে চেষ্টা করুন।

৫ মণ্ডলীর সকলের স্বেচ্ছায় পরিচারক অধ্যক্ষের দেওয়া নির্দেশনাকে মেনে চলা উচিত। এটি আমাদের শিষ্য-করণের কাজে আমাদের দক্ষতাকে বাড়াতে এবং পরিচর্যায় আরও বেশি আনন্দ খুঁজে পেতে সাহায্য করবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার