২০০০ সালের জন্য ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের তালিকা
নির্দেশাবলি
২০০০ সালে ঐশিক পরিচর্যা বিদ্যালয় পরিচালনা করার সময় নিচের বিষয়বস্তুগুলো অনুসরণ করতে হবে।
পাঠ্যপুস্তকগুলো: পবিত্র বাইবেল [o.v.], প্রহরীদুর্গ [w], জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে [kl] এবং আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গ [td] এইগুলোর ওপর ভিত্তি করে পাঠ দেওয়া হবে।
গান, প্রার্থনা ও সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে বিদ্যালয় সঠিক সময়ে আরম্ভ হবে। যে মণ্ডলীগুলোতে সভা সেখানকার স্থানীয় ভাষায় হয়, তাদেরকে সেই ভাষার গানবই/গানের ব্রোশার ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে। কার্যক্রম সম্বন্ধে আগে থেকে বলার দরকার নেই। বিদ্যালয় অধ্যক্ষ একের পর এক বক্তাদের পরিচয় করিয়ে দেওয়া সময়, তাদের পাঠের বিষয়বস্তু বলে দেবেন। যেমন নিচে দেওয়া হয়েছে:
বক্তৃতা নং. ১: ১৫ মিনিট। এটা একজন প্রাচীন অথবা একজন পরিচারক দাস পরিচালনা করবেন এবং এই বক্তৃতার বিষয়বস্তু প্রহরীদুর্গ অথবা জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বই থেকে নেওয়া হবে। যখন এটা প্রহরীদুর্গ পত্রিকা থেকে নেওয়া হবে, তখন মৌখিক পুনরালোচনা করা হবে না শুধু ১৫-মিনিটের উপদেশমূলক বক্তৃতা দেওয়া হবে; আর যখন জ্ঞান বই থেকে নেওয়া হবে, তখন ১০- থেকে ১২-মিনিট উপদেশমূলক বক্তৃতা দেওয়ার পর বইতে যে ছাপান প্রশ্নগুলো আছে সেগুলো জিজ্ঞাসা করে ৩- থেকে ৫-মিনিট মৌখিক পুনরালোচনা করা হবে। বক্তৃতার উদ্দেশ্য হবে শুধুমাত্র বিষয়বস্তুটা বলে যাওয়া নয় কিন্তু যে তথ্যটা আলোচনা করা হচ্ছে কীভাবে সেটা কাজে লাগানো যায় তা দেখানো ও মণ্ডলীর জন্য কোন্ বিষয়টা সবচেয়ে সাহায্যজনক হবে সেটা তুলে ধরা। যে মুখ্য বিষয়বস্তুটা দেওয়া রয়েছে সেটা ব্যবহার করতে হবে।
যে ভাইদের এই বক্তৃতা দিতে দেওয়া হবে তারা বক্তৃতাকে সময়ের মধ্যে শেষ করতে চেষ্টা করবেন। দরকার হলে অথবা বক্তা অনুরোধ করলে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া যেতে পারে।
বাইবেল পাঠের প্রধান বিষয়গুলো: ৬ মিনিট। এটা একজন প্রাচীন অথবা একজন পরিচারক দাস পরিচালনা করবেন, যিনি বিষয়বস্তুটা স্থানীয় প্রয়োজন অনুযায়ী তৈরি করবেন। এরজন্য কোন মুখ্য বিষয়বস্তুর দরকার নেই। এটা কেবল নির্ধারিত পাঠের সারাংশ নয়। ৩০- থেকে ৬০-সেকেণ্ডের মধ্যে নির্বাচিত অধ্যায়গুলোর সামগ্রিক পুনরালোচনা করা যেতে পারে। কিন্তু, প্রধান উদ্দেশ্য হল শ্রোতাদের বুঝতে সাহায্য করা যে, কেন এবং কীভাবে এই তথ্যটা আমাদের জন্য উপকারী। এরপর বিদ্যালয় অধ্যক্ষ ছাত্রদের বিভিন্ন শ্রেণীকক্ষে পাঠিয়ে দেবেন।
বক্তৃতা নং. ২: ৫ মিনিট। এটা বাইবেলের নির্ধারিত অংশের পাঠ যা একজন ভাই করবেন। প্রধান বিদ্যালয়ে এবং সেইসঙ্গে অন্যান্য দলগুলোতেও এইরকমই হবে। পাঠগুলো সাধারণত ছোট রাখা হয় যাতে করে ছাত্রেরা শুরুতে এবং উপসংহারে অল্পকথায় কিছু ব্যাখ্যা দিতে পারেন। বিষয়বস্তুর ঐতিহাসিক পটভূমি, ভবিষ্যদ্বাণীমূলক অথবা মতবাদসংক্রান্ত তাৎপর্য এবং নীতিগুলোকে কীভাবে কাজে লাগানো যায় তা বলা যেতে পারে। মাঝখানে না থেমে নির্ধারিত সমস্ত পদ পড়তে হবে। অবশ্যই যখন পদগুলো ধারাবাহিকভাবে থাকে না, সেই ক্ষেত্রে ছাত্র সেই পদটা উল্লেখ করতে পারেন যেখান থেকে তিনি আবার পড়া শুরু করবেন।
বক্তৃতা নং. ৩: ৫ মিনিট। এই বক্তৃতা কোন এক বোনকে দেওয়া হবে। এই বক্তৃতার বিষয়বস্তু আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গ থেকে নেওয়া হবে। দৃশ্যপট রীতিবহির্ভূত সাক্ষ্যদান, পুনর্সাক্ষাৎ অথবা গৃহ বাইবেল অধ্যয়ন হতে পারে। অংশগ্রহণকারীরা বসে অথবা দাঁড়িয়ে বক্তৃতাটা দিতে পারেন। ছাত্রী কীভাবে তার বিষয়বস্তু আলোচনা করছেন, তার গৃহকর্তার সঙ্গে বিষয়বস্তুর ওপর যুক্তি করছেন এবং শাস্ত্রপদগুলো কেমনভাবে প্রয়োগ করা হচ্ছে সেদিকে বিদ্যালয় অধ্যক্ষ বিশেষভাবে নজর দেবেন। যে ছাত্রী এই বক্তৃতা দেবেন তাকে পড়তে জানতে হবে। বিদ্যালয় অধ্যক্ষ একজন সহকারী বোনকে ঠিক করে দেবেন কিন্তু আরও একজন সহকারী নেওয়া যেতে পারে। দৃশ্যপটের ওপর নয় কিন্তু কীভাবে বাইবেল ব্যবহার করা হবে তার ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত।
বক্তৃতা নং. ৪: ৫ মিনিট। বেশিরভাগ সময়ই এই বক্তৃতার বিষয় হবে বাইবেলের কোন চরিত্র আর কিছু সময় এটা আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গ থেকে দেওয়া হবে। যখন এই বক্তৃতাটা প্রহরীদুর্গ থেকে দেওয়া হবে, তখন ছাত্রকে বক্তৃতার জন্য যে মুখ্য বিষয়বস্তু দেওয়া আছে তার সঙ্গে মিল রেখে আলোচনা করতে হবে আর বাইবেলের সেই চরিত্র সম্বন্ধে ভাল করে জানার জন্য ও তার উদাহরণ, তার ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য এবং চিন্তাধারা থেকে কী শেখা যেতে পারে তা জানার জন্য বিষয়বস্তুতে দেওয়া পদগুলো পড়ে তৈরি করতে হবে। তার বিশ্বস্ততা, সাহস, নম্রতা ও নিঃস্বার্থপর মনোভাব আমাদের জন্য ভাল উদাহরণ যেগুলো আমাদের অনুকরণ করা দরকার আর অবিশ্বস্ত হওয়া বা খারাপ গুণগুলো খ্রীষ্টানদের খারাপ কাজগুলো না করার জন্য কড়াভাবে সাবধান করে দেবে। যখন এই বক্তৃতাটা আলোচনার জন্য বাইবেল প্রসঙ্গ থেকে নেওয়া হবে তখন নির্ধারিত মুখ্য বিষয়বস্তু ব্যবহার করতে হবে আর কী করে শাস্ত্রপদগুলোকে কাজে লাগানো যেতে পারে, ছাত্র তা দেখানোর চেষ্টা করবেন। একজন ভাই অথবা বোন ৪ নং. বক্তৃতাটা দিতে পারেন। যখন একজন ভাইকে পাঠটা দেওয়া হয় তখন সবসময় সেটা একটা বক্তৃতা হবে। কিন্তু যখন একজন বোনকে দেওয়া হয় তখন সেটা ৩ নং. বক্তৃতার নিয়ম অনুযায়ী হবে। এছাড়াও, ৪ নং. বক্তৃতার বিষয়বস্তুর আগে যখন # চিহ্নটা থাকবে তখন সেই বক্তৃতাটা একজন ভাইকে দেওয়া ভাল।
*বাইবেল পাঠের অতিরিক্ত তালিকা: এটা প্রতি সপ্তাহের গান সংখ্যার পরে বন্ধনীর মধ্যে দেওয়া আছে। এই তালিকা মেনে চলে প্রতি সপ্তাহে প্রায় দশ পৃষ্ঠা করে পড়ে তিন বছরের মধ্যে সম্পূর্ণ বাইবেল পড়া যেতে পারে। বিদ্যালয়ের কোন পাঠ অথবা লিখিত পুনরালোচনার কোন প্রশ্ন অতিরিক্ত পাঠ্য তালিকা থেকে নেওয়া হবে না।
টীকা: পরামর্শ, সময়সীমা, লিখিত পুনরালোচনা এবং বক্তৃতার প্রস্তুতি সম্বন্ধে আরও তথ্য এবং নির্দেশাবলির জন্য দয়া করে ১৯৯৬ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠা দেখুন।
তালিকা
জানুয়ারি ৩ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ৪-৬
গান সংখ্যা ৯ [*যিরমিয় ৪৯-৫২]
নং. ১: যিহোবার আশীর্বাদগুলোকে উপলব্ধি করুন (w৯৮ ১/১ পৃ. ২২-৪)
নং. ২: দ্বিতীয় বিবরণ ৬:৪-১৯
নং. ৩: td ১ক কেন ঈশ্বর পূর্বপুরুষের উপাসনা অনুমোদন করেন না
নং. ৪: মোশি এবং হারোণ—বিষয়বস্তু: #যিহোবা পরাক্রমের উৎকর্ষ দান করেন (w৯৬ ১/১৫ পৃ. ২৪-৫)
জানুয়ারি ১০ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ৭-১০
গান সংখ্যা ৪৯ [*বিলাপ ১-৫]
নং. ১: সত্য ঈশ্বরকে মহিমান্বিত করুন (w৯৮ ১/১ পৃ. ৩০-১)
নং. ২: দ্বিতীয় বিবরণ ৮:১-১৮
নং. ৩: td ১খ মানুষকে শ্রদ্ধা করা যায় কিন্তু উপাসনা একমাত্র ঈশ্বরেরই প্রাপ্য
নং. ৪: আপনার শিশুর হৃদয়ে সত্যকে গেঁথে দিন (w৯৬ ৫/১৫ পৃ. ৮-৯)
জানুয়ারি ১৭ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ১১-১৪
গান সংখ্যা ১৩২ [*যিহিষ্কেল ১-৯]
নং. ১: প্রিয়জনদের জন্য কেন পূর্বেই পরিকল্পনা করবেন (w৯৮ ১/১৫ পৃ. ১৯-২২)
নং. ২: দ্বিতীয় বিবরণ ১১:১-১২
নং. ৩: td ২ক হর্মাগিদোন—দুষ্টতানাশের জন্য যুদ্ধ
নং. ৪: যোনা—বিষয়বস্তু: #যিহোবার দয়া মহান (w৯৬ ৫/১৫ পৃ. ২৪-৮)
জানুয়ারি ২৪ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ১৫-১৯
গান সংখ্যা ১৬২ [*যিহিষ্কেল ১০-১৬]
নং. ১: সত্যের পরিবর্তিত করার ও ঐক্যবদ্ধ করার শক্তি (w৯৮ ১/১৫ পৃ. ২৯-৩১)
নং. ২: দ্বিতীয় বিবরণ ১৯:১১-২১
নং. ৩: td ২গ কেন হর্মাগিদোন হল ঈশ্বরের পক্ষে প্রেমের কাজ
নং. ৪: #বিশ্বস্ত সহযোগিতা উত্তম ফল উৎপন্ন করে (w৯৬ ৬/১৫ পৃ. ২৮-৩০)
জানুয়ারি ৩১ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ২০-২৩
গান সংখ্যা ১৩ [*যিহিষ্কেল ১৭-২১]
নং. ১: প্রশংসা এবং তোষামোদ সম্পর্কে শাস্ত্রীয় দৃষ্টিকোণ (w৯৮ ২/১ পৃ. ২৯-৩১)
নং. ২: দ্বিতীয় বিবরণ ২০:১০-২০
নং. ৩: td ৩ক বাপ্তিস্ম—এক খ্রীষ্টীয় দাবি
নং. ৪: ইপাফ্রদীত—বিষয়বস্তু: #সাহসী হোন এবং ঈশ্বরের দাসেদের জন্য ভালবাসা দেখান (w৯৬ ৮/১৫ পৃ. ২৭-৩০)
ফেব্রুয়ারি ৭ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ২৪-২৭
গান সংখ্যা ২২২ [*যিহিষ্কেল ২২-২৭]
নং. ১: আশাবাদের সত্যিকারের ভিত্তি (w৯৮ ২/১ পৃ. ৪-৬)
নং. ২: দ্বিতীয় বিবরণ ২৫:৫-১৬
নং. ৩: td ৩খ বাপ্তিস্ম পাপ মোচন করে না
নং. ৪: পিতর—বিষয়বস্তু: #নির্ভীক সাক্ষ্যদানের ফলাফল (wE৯৬ ৯/১৫ পৃ. ৮-৯)
ফেব্রুয়ারি ১৪ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ২৮-৩০
গান সংখ্যা ১৮০ [*যিহিষ্কেল ২৮-৩৩]
নং. ১: কৃতজ্ঞতার মনোভাব গড়ে তুলুন (w৯৮ ২/১৫ পৃ. ৪-৭)
নং. ২: দ্বিতীয় বিবরণ ২৮:১-১৪
নং. ৩: td ৪ক বাইবেল ঈশ্বরের অনুপ্রাণিত বাক্য
নং. ৪: লুদিয়া—বিষয়বস্তু: আতিথেয়তা প্রচুর আশীর্বাদ আনে (wE৯৬ ৯/১৫ পৃ. ২৬-৮)
ফেব্রুয়ারি ২১ বাইবেল পাঠ: দ্বিতীয় বিবরণ ৩১-৩৪
গান সংখ্যা ৪৬ [*যিহিষ্কেল ৩৪-৩৯]
নং. ১: এটাই হল শেষ কাল! (kl অধ্যায় ১১)
নং. ২: দ্বিতীয় বিবরণ ৩২:৩৫-৪৩
নং. ৩: td ৪গ বাইবেল—বর্তমানের জন্য ব্যবহারিক নির্দেশাবলি
নং. ৪: আপল্লো—বিষয়বস্তু: #একজন আধ্যাত্মিক ব্যক্তি হোন (w৯৬ ১০/১ পৃ. ২০-৩)
ফেব্রুয়ারি ২৮ বাইবেল পাঠ: যিহোশূয় ১-৫
গান সংখ্যা ৪০ [*যিহিষ্কেল ৪০-৪৫]
নং. ১: মন্দ আত্মাগণদের প্রতিরোধ করুন (kl অধ্যায় ১২)
নং. ২: যিহোশূয় ২:৮-১৬
নং. ৩: td ৪চ বাইবেল—সমস্ত জাতির জন্য লেখা
নং. ৪: দানিয়েল—বিষয়বস্তু: #অবিরত ঈশ্বরের সেবা করে চলুন (w৯৬ ১১/১৫ পৃ. ৮-৯)
মার্চ ৬ বাইবেল পাঠ: যিহোশূয় ৬-৯
গান সংখ্যা ১৬৪ [*যিহিষ্কেল ৪৬-দানিয়েল ২]
নং. ১: পিতামাতারা—আপনাদের সন্তানদের রক্ষা করুন! (w৯৮ ২/১৫ পৃ. ৮-১১)
নং. ২: যিহোশূয় ৭:১, ১০-১৯
নং. ৩: td ৫ক রক্তগ্রহণ রক্তের পবিত্রতা নষ্ট করে
নং. ৪: আক্বিলা ও প্রিষ্কিল্লা—বিষয়বস্তু: #উদ্যোগের সঙ্গে প্রচার করুন ও অতিথি-সেবক হোন (w৯৬ ১২/১৫ পৃ. ২২-৪)
মার্চ ১৩ বাইবেল পাঠ: যিহোশূয় ১০-১৩
গান সংখ্যা ১৩৮ [*দানিয়েল ৩-৭]
নং. ১: আকর্ষণীশক্তি সম্বন্ধে বাইবেল কী বলে (w৯৮ ২/১৫ পৃ. ২৩-৭)
নং. ২: যিহোশূয় ১১:৬-১৫
নং. ৩: td ৫খ যে কোন উপায়েই জীবন রক্ষা করতে চাওয়া কি ঠিক?
নং. ৪: ইলীয়েষর—বিষয়বস্তু: #যিহোবার ওপর আস্থা রাখুন এবং আপনার সর্বোত্তমটুকু করুন (w৯৭ ১/১ পৃ. ৩০-১)
মার্চ ২০ বাইবেল পাঠ: যিহোশূয় ১৪-১৭
গান সংখ্যা ১০ [*দানিয়েল ৮-হোশেয় ২]
নং. ১: “আমাদের ন্যায় সুখদুঃখভোগী” বিশ্বাসী মনুষ্য (w৯৮ ৩/১ পৃ. ২৬-৯)
নং. ২: যিহোশূয় ১৫:১-১২
নং. ৩: td ৬ক জাতিগণের সময় কখন শেষ হবে?
নং. ৪: হনোক—বিষয়বস্তু: #ঈশ্বর-ভয়শীল হোন ও নিষ্কলুষ থাকুন (w৯৭ ১/১৫ পৃ. ২৯-৩১)
মার্চ ২৭ বাইবেল পাঠ: যিহোশূয় ১৮-২০
গান সংখ্যা ১০৫ [*হোশেয় ৩-১৪]
নং. ১: পৃথিবীতে যীশুর জীবনের শেষ দিনগুলোতে ফিরে যাওয়া (w৯৮ ৩/১৫ পৃ. ৩-৯)
নং. ২: যিহোশূয় ১৮:১-১০
নং. ৩: td ৭ক খ্রীষ্টীয় মণ্ডলী কী?
নং. ৪: এহূদ—বিষয়বস্তু: #সাহসী ও শক্তিশালী হোন (w৯৭ ৩/১৫ পৃ. ২৯-৩১)
এপ্রিল ৩ বাইবেল পাঠ: যিহোশূয় ২১-২৪
গান ১৪৪ [*যোয়েল ১-আমোষ ৭]
নং. ১: কেন এক ধার্মিক জীবনযাপন সুখ নিয়ে আসে (kl অধ্যায় ১৩)
নং. ২: যিহোশূয় ২১:৪৩–২২:৮
নং. ৩: td ৭ঘ পিতর কি “শৈল” ছিলেন?
নং. ৪: অম্রম ও যোকেবদ—বিষয়বস্তু: শিশুকে শিক্ষা দেওয়ার পুরস্কার (w৯৭ ৫/১ পৃ. ৩০-১)
এপ্রিল ১০ বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণ ১-৪
গান সংখ্যা ৪৩ [*আমোষ ৮-মীখা ৫]
নং. ১: কাদের কর্তৃত্বকে আপনার স্বীকার করা উচিত? (kl অধ্যায় ১৪)
নং. ২: বিচারকর্ত্তৃগণ ৩:১-১১
নং. ৩: td ৯ক প্রমাণিত বিজ্ঞান বাইবেলের সৃষ্টির বিবরণকে সমর্থন করে
নং. ৪: ইপাফ্রা—বিষয়বস্তু: #প্রার্থনা করুন ও আপনার ভাইদের জন্য দাসত্ব করুন (w৯৭ ৫/১৫ পৃ. ৩০-১)
এপ্রিল ১৭ বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণ ৫-৭
গান সংখ্যা ১৯৩ [*মীখা ৬-সফনিয় ১]
নং. ১: ৭০ জন শিষ্যকে দেওয়া যীশুর নির্দেশনা থেকে শিখুন (w৯৮ ৩/১ পৃ.. ৩০-১)
নং. ২: বিচারকর্ত্তৃগণ ৫:২৪-৩১
নং. ৩: td ৯খ সৃষ্টির দিন কি ২৪ ঘন্টার ছিল?
নং. ৪: অবীগল—বিষয়বস্তু: সেই গুণগুলোকে দেখান যা যিহোবার সম্মান আনে (w৯৭ ৭/১ পৃ. ১৪-৫)
এপ্রিল ২৪ লিখিত পুনরালোচনা। দ্বিতীয় বিবরণ ৪-বিচারকর্ত্তৃগণ ৭ অধ্যায় পর্যন্ত
গান সংখ্যা ৯১ [*সফনিয় ২-সখরিয় ৭]
মে ১ বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণ ৮-১০
গান সংখ্যা ৩৮ [*সফনিয় ৮-মালাখি ৪]
নং. ১: অন্যদের ব্যক্তিগত মর্যাদাকে সম্মান করুন (w৯৮ ৪/১ পৃ. ২৮-৩১)
নং. ২: বিচারকর্ত্তৃগণ ৯:৭-২১
নং. ৩: td ১০ক যীশু কি ক্রুশে মারা গিয়েছিলেন?
নং. ৪: তর্ত্তিয়—বিষয়বস্তু: #যারা নেতৃত্ব নেন তাদের প্রতি নিষ্ঠাবান হোন (w৯৭ ৭/১৫ পৃ. ২৯-৩১)
মে ৮ বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণ ১১-১৪
গান সংখ্যা ৮২ [*মথি ১-৮]
নং. ১: বার্ণবা, সেই “প্রবোধের সন্তান” (w৯৮ ৪/১৫ পৃ. ২০-৩)
নং. ২: বিচারকর্ত্তৃগণ ১৩:২-১০, ২৪
নং. ৩: td ১০খ খ্রীষ্টানদের কি ক্রুশের উপাসনা করা উচিত?
নং. ৪: পরিবারের সদস্যদের ব্যাপারে কখনও হাল ছেড়ে দেবেন না (w৯৭ ৯/১ পৃ. ৩০-১)
মে ১৫ বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণ ১৫-১৮
গান সংখ্যা ২৬ [*মথি ৯-১৪]
নং. ১: সৈন্যবাহিনী ছাড়াই বিশ্ব নিরাপত্তা (w৯৮ ৪/১৫ পৃ. ২৮-৩০)
নং. ২: বিচারকর্ত্তৃগণ ১৭:১-১৩
নং. ৩: td ১১ক মৃত্যুর কারণ কী?
নং. ৪: আরিষ্টার্খ—বিষয়বস্তু: #ঈশ্বরের সংগঠনের প্রতি নিষ্ঠাবান থাকুন (w৯৭ ৯/১৫ পৃ. ২৯-৩১)
মে ২২ বাইবেল পাঠ: বিচারকর্ত্তৃগণ ১৯-২১
গান সংখ্যা ৪২ [*মথি ১৫-২১]
নং. ১: ঈশ্বরকে শ্রদ্ধা করে এমন এক পরিবার গড়ে তোলা (kl অধ্যায় ১৫)
নং. ২: বিচারকর্ত্তৃগণ ১৯:১১-২১
নং. ৩: td ১১খ মৃতেরা কি আপনার ক্ষতি করতে পারে?
নং. ৪: ইলীশায়—বিষয়বস্তু: #ঈশ্বরকে পুরোপুরিভাবে সেবা করুন (w৯৭ ১১/১ পৃ. ৩০-১)
মে ২৯ বাইবেল পাঠ: রূৎ ১-৪
গান সংখ্যা ১২০ [*মথি ২২-২৬]
নং. ১: কীভাবে আপনি ঈশ্বরের নিকটবর্তী হবেন (kl অধ্যায় ১৬)
নং. ২: রূৎ ৩:১-১৩
নং. ৩: td ১১গ মানুষেরা কি তাদের মৃত আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলতে পারে?
নং. ৪: অনীষিফর—বিষয়বস্তু: #যারা কষ্টের মধ্যে আছেন তাদেরকে সান্ত্বনা দিয়ে চলুন (w৯৭ ১১/১৫ পৃ. ২৯-৩১)
জুন ৫ বাইবেল পাঠ: ১ শমূয়েল ১-৩
গান সংখ্যা ১৯১ [*মথি ২৭-মার্ক ৪]
নং. ১: ঈশ্বরের লোকেদের মধ্যে নিরাপত্তা লাভ করুন (kl অধ্যায় ১৭)
নং. ২: ১ শমূয়েল ১:৯-২০
নং. ৩: td ১৪ক দিয়াবল কি সত্যিকারের একজন ব্যক্তি?
নং. ৪: #“এই আমি, আমাকে পাঠাও” এইরকম মনোভাব গড়ে তুলুন (w৯৮ ৩/১ পৃ. ৩০-১)
জুন ১২ বাইবেল পাঠ: ১ শমূয়েল ৪-৭
গান সংখ্যা ৮৫ [*মার্ক ৫-৯]
নং. ১: যিহোবা কে? (w৯৮ ৫/১ পৃ. ৫-৭)
নং. ২: ১ শমূয়েল ৪:৯-১৮
নং. ৩: td ১৪খ দিয়াবল—এই জগতের অদৃশ্য শাসক
নং. ৪: #জগতের জ্ঞানকে আপনার চিন্তাধারার ওপর প্রভাব ফেলতে দেবেন না (w৯৬ ৭/১৫ পৃ. ২৬-৯)
জুন ১৯ বাইবেল পাঠ: ১ শমূয়েল ৮-১১
গান সংখ্যা ১৬০ [*মার্ক ১০-১৪]
নং. ১: আনুগত্য পুরস্কৃত হয় (w৯৮ ৫/১ পৃ. ৩০-১)
নং. ২: ১ শমূয়েল ৮:৪-২০
নং. ৩: td ১৪ঘ পতিত দূতেদের সম্বন্ধে বাইবেল কী বলে
নং. ৪: বেল্শৎসর—বিষয়বস্তু: #যিহোবাকে অসন্তুষ্ট করা থেকে দূরে থাকুন (w৯৮ ৯/১৫ পৃ. ৮-৯)
জুন ২৬ বাইবেল পাঠ: ১ শমূয়েল ১২-১৪
গান সংখ্যা ১৭২ [*মার্ক ১৫-লূক ৩]
নং. ১: ধন কি আপনাকে সুখী করতে পারে? (w৯৮ ৫/১৫ পৃ. ৪-৬)
নং. ২: ১ শমূয়েল ১৪:১-১৪
নং. ৩: td ১৭ক পৃথিবী—পরমদেশ হবে বলে সৃষ্টি করা হয়েছিল
নং. ৪: ফিলীমন ও ওনীষিম—বিষয়বস্তু: #আমরা খ্রীষ্টীয় ভ্রাতৃসমাজে ঐক্যবদ্ধ (w৯৮ ১/১৫ পৃ. ২৯-৩১)
জুলাই ৩ বাইবেল পাঠ: ১ শমূয়েল ১৫-১৭
গান সংখ্যা ৮ [*লূক ৪-৮]
নং. ১: উনীকী এবং লোয়ী—উদাহরণযোগ্যা শিক্ষক (w৯৮ ৫/১৫ পৃ. ৭-৯)
নং. ২: ১ শমূয়েল ১৬:৪-১৩
নং. ৩: td ১৭গ পৃথিবীতে জীবন কখনও শেষ হবে না
নং. ৪: #সুসমাচার অবশ্যই প্রচার করতে হবে (w৯৭ ৩/১ পৃ. ৩০-১)
জুলাই ১০ বাইবেল পাঠ: ১ শমূয়েল ১৮-২০
গান সংখ্যা ১৫৬ [*লূক ৯-১২]
নং. ১: প্রত্যয় উৎপাদনের দক্ষতাসহ হৃদয়ে পৌঁছান (w৯৮ ৫/১৫ পৃ. ২১-৩)
নং. ২: ১ শমূয়েল ১৯:১-১৩
নং. ৩: td ১৯ক আপনি কি ভাক্তভাববাদীদের চিনতে পারেন?
নং. ৪: তুখিক—বিষয়বস্তু: #একজন বিশ্বস্ত ও আস্থাবান খ্রীষ্টান হোন (w৯৮ ৭/১৫ পৃ. ৭-৮)
জুলাই ১৭ বাইবেল পাঠ: ১ শমূয়েল ২১-২৪
গান সংখ্যা ৩৩ [*লূক ১৩-১৯]
নং. ১: আপনার পারিবারিক দায়িত্ব বহন করুন (w৯৮ ৬/১ পৃ. ২০-৩)
নং. ২: ১ শমূয়েল ২৪:২-১৫
নং. ৩: td ২২ক আধ্যাত্মিক আরোগ্য সাধন কতখানি গুরুত্বপূর্ণ?
নং. ৪: আপনার বাচ্চার সঙ্গে সময় কাটান (w৯৮ ১১/১ পৃ. ৩০-১)
জুলাই ২৪ বাইবেল পাঠ: ১ শমূয়েল ২৫-২৭
গান সংখ্যা ৬০ [*লূক ২০-২৪]
নং. ১: প্রকৃত ন্যায়বিচার—কখন ও কীভাবে? (w৯৮ ৬/১৫ পৃ. ২৬-৯)
নং. ২: ১ শমূয়েল ২৫:২৩-৩৩
নং. ৩: td ২২খ ঈশ্বরের রাজ্য—চিরস্থায়ী দৈহিক আরোগ্য আনবে
নং. ৪: #ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সম্মান করা উচিত (w৯৮ ১১/১৫ পৃ. ৮-৯)
জুলাই ৩১ বাইবেল পাঠ: ১ শমূয়েল ২৮-৩১
গান সংখ্যা ১৭০ [*যোহন ১-৬]
নং. ১: চিরকাল ঈশ্বরের পরিচর্যা করাকে আপনার লক্ষ্য করুন (kl অধ্যায় ১৮)
নং. ২: ১ শমূয়েল ৩১:১-১৩
নং. ৩: td ২২গ বর্তমান বিশ্বাসের দ্বারা আরোগ্য ঈশ্বর থেকে নয়
নং. ৪: তীত—বিষয়বস্তু:#“এই প্রকার লোকদিগকে সমাদর কর” (w৯৮ ১১/১৫ পৃ. ২৯-৩১)
আগস্ট ৭ বাইবেল পাঠ: ২ শমূয়েল ১-৪
গান সংখ্যা ২২ [*যোহন ৭-১১]
নং. ১: যখন ঈশ্বরবিষয়ক জ্ঞান পৃথিবীকে পরিপূর্ণ করে (kl অধ্যায় ১৯)
নং. ২: ২ শমূয়েল ২:১-১১
নং. ৩: td ২২ঘ বিশেষ বিশেষ ভাষায় কথা বলা কি ঈশ্বরের অনুমোদনকে প্রমাণ করে?
নং. ৪: যোষেফ—বিষয়বস্তু: একে অন্যকে ক্ষমা করুন (w৯৯ ১/১ পৃ. ৩০-১)
আগস্ট ১৪ বাইবেল পাঠ: ২ শমূয়েল ৫-৮
গান সংখ্যা ১৭৪ [*যোহন ১২-১৮]
নং. ১: “প্রাণপণ কর” (w৯৮ ৬/১৫ পৃ. ৩০-১)
নং. ২: ২ শমূয়েল ৭:৪-১৬
নং. ৩: td ২৩খ কারা স্বর্গে যাবেন?
নং. ৪: সীল—বিষয়বস্তু: #উৎসাহের এক উৎস হোন (w৯৯ ২/১৫ পৃ. ২৬-২৯)
আগস্ট ২১ বাইবেল পাঠ: ২ শমূয়েল ৯-১২
গান সংখ্যা ১০৭ [*যোহন ১৯-প্রেরিত ৪]
নং. ১: ভাল প্রতিবেশী হোন (w৯৮ ৭/১ পৃ. ৩০-১)
নং. ২: ২ শমূয়েল ১১:২-১৫
নং. ৩: td ২৪খ পাতাল যাতনার স্থান নয়
নং. ৪: #নম্র হোন—বিশিষ্ট হওয়ার চেষ্টা করবেন না (w৯৯ ৩/১ পৃ. ৩০-১)
আগস্ট ২৮ লিখিত পুনরালোচনা। বিচারকর্ত্তৃগণ ৮-২ শমূয়েল ১২ অধ্যায় পর্যন্ত
গান সংখ্যা ১৭৭ [*প্রেরিত ৫-১০]
সেপ্টেম্বর ৪ বাইবেল পাঠ: ২ শমূয়েল ১৩-১৫
গান সংখ্যা ১৮৩ [*প্রেরিত ১১-১৬]
নং. ১: আপনার সন্তানদের জীবন ভালভাবে শুরু করতে সাহায্য করুন (w৯৮ ৭/১৫ পৃ. ৪-৬)
নং. ২: ২ শমূয়েল ১৩:২০-৩৩
নং. ৩: td ২৪গ অগ্নি ধ্বংসের প্রতীক
নং. ৪: আপনার ভার যিহোবার ওপর অর্পণ করুন (w৯৯ ৫/১ পৃ. ৩০-১)
সেপ্টেম্বর ১১ বাইবেল পাঠ: ২ শমূয়েল ১৬-১৮
গান সংখ্যা ১২৯ [*প্রেরিত ১৭-২২]
নং. ১: অন্ত্যেষ্টিক্রিয়ার প্রতি খ্রীষ্টীয় দৃষ্টিভঙ্গি (w৯৮ ৭/১৫ পৃ. ২০-৪)
নং. ২: ২ শমূয়েল ১৬:৫-১৪
নং. ৩: td ২৪ঙ ধনী ব্যক্তি ও লাসারের বিবরণ অনন্ত যাতনার প্রমাণ নয়
নং. ৪: #নিজেকে আলাদা করে রাখবেন না (w৯৯ ৬/১ পৃ. ২৮-৩১)
সেপ্টেম্বর ১৮ বাইবেল পাঠ: ২ শমূয়েল ১৯-২১
গান সংখ্যা ১৯ [*প্রেরিত ২৩-রোমীয় ১]
নং. ১: আপনার বিবেকের ওপর আপনি কি আস্থা রাখতে পারেন? (w৯৮ ৯/১ পৃ. ৪-৭)
নং. ২: ২ শমূয়েল ২০:১, ২, ১৪-২২
নং. ৩: td ২৫ক উৎসব পালন সম্বন্ধে খ্রীষ্টীয় দৃষ্টিভঙ্গি
নং. ৪: পৌল—বিষয়বস্তু: সত্যের শত্রুরা পালটাতে পারে (w৯৯ ৬/১৫ পৃ. ২৯-৩১)
সেপ্টেম্বর ২৫ বাইবেল পাঠ: ২ শমূয়েল ২২-২৪
গান সংখ্যা ৯৮ [*রোমীয় ২-৯]
নং. ১: সমবয়সীদের চাপ - এটা কি আপনার জন্য উপকারী হতে পারে (w৯৯ ৮/১ ২২-২৫)
নং. ২: ২ শমূয়েল ২৩:৮-১৭
নং. ৩: td ২৬ক উপাসনায় মূর্তি ঈশ্বরের প্রতি অসম্মান
নং. ৪: #সত্যিকারের প্রজ্ঞা খুঁজুন (w৯৯ ৭/১ পৃ. ৩০-১)
অক্টোবর ২ বাইবেল পাঠ: ১ রাজাবলি ১-২
গান সংখ্যা ৩৬ [*রোমীয় ১০-১ করিন্থীয় ৩]
নং. ১: রাগ দমন করুন পাছে আপনি বিঘ্ন পান (w৯৯ ৮/১৫ ৮, ৯)
নং. ২: ১ রাজাবলি ২:১-১১
নং. ৩: td ২৬খ প্রতিমাপূজার ফল
নং. ৪: ফিলিপ—বিষয়বস্তু: #“সকল মনুষ্যের কাছে” প্রচার করুন (w৯৯ ৭/১৫ পৃ. ২৪-৫)
অক্টোবর ৯ বাইবেল পাঠ: ১ রাজাবলি ৩-৬
গান সংখ্যা ১০৬ [*১ করিন্থীয় ৪-১৩]
নং. ১: প্রাথমিক বিষয়গুলো প্রথম স্থানে রাখুন (w৯৮ ৯/১ পৃ. ১৯-২১)
নং. ২: ১ রাজাবলি ৪:২১-৩৪
নং. ৩: td ২৬গ যিহোবা একাই উপাসনা পাওয়ার যোগ্য
নং. ৪: td ২৭ক #সর্বধর্ম সমন্বয় ঈশ্বরের পথ নয়
অক্টোবর ১৬ বাইবেল পাঠ: ১ রাজাবলি ৭-৮
গান সংখ্যা ৭৬ [*১ করিন্থীয় ১৪-২ করিন্থীয় ৭]
নং. ১: উচ্চপদস্থদের সামনে সাক্ষ্য দেওয়া (w৯৮ ৯/১ পৃ. ৩০-১)
নং. ২: ১ রাজাবলি ৭:১-১৪
নং. ৩: td ২৭খ সব ধর্মই কি ভাল?
নং. ৪: td ২৯ক খ্রীষ্টানদের ঈশ্বরের ব্যক্তিগত নাম ব্যবহার করা উচিত
অক্টোবর ২৩ বাইবেল পাঠ: ১ রাজা ৯-১১
গান ৯৭ [*২ করিন্থীয় ৮-গালাতীয় ৪]
নং. ১: কনে-পণ সম্বন্ধে খ্রীষ্টীয় দৃষ্টিভঙ্গি (w৯৮ ৯/১৫ পৃ. ২৪-৭)
নং. ২: ১ রাজাবলি ১১:১-১৩
নং. ৩: td ২৯গ ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে সত্য
নং. ৪: td ২৯ঘ #ঈশ্বরের গুণবলিকে চেনা
অক্টোবর ৩০ বাইবেল পাঠ: ১ রাজাবলি ১২-১৪
গান সংখ্যা ১১৩ [*গালাতীয় ৫-ফিলিপীয় ২]
নং. ১: ঈশ্বর কি আপনার কাছে বাস্তব? (w৯৮ ৯/১৫ পৃ. ২১-৩)
নং. ২: ১ রাজাবলি ১৩:১-১০
নং. ৩: td ২৯চ সবাই এক ঈশ্বরের উপাসনা করছে না
নং. ৪: td ৩০ক যিহোবার সাক্ষি কি এক নতুন ধর্ম?
নভেম্বর ৬ বাইবেল পাঠ: ১ রাজাবলি ১৫-১৭
গান সংখ্যা ১২৩ [*ফিলিপীয় ৩-১ থিষলনীকীয় ৫]
নং. ১: আধ্যাত্মিক অগ্রগতি করে চলুন! (w৯৮ ১০/১ পৃ. ২৮-৩১)
নং. ২: ১ রাজাবলি ১৫:৯-২৪
নং. ৩: td ৩১খ যীশু খ্রীষ্ট—ঈশ্বরের পুত্র ও নিয়োজিত রাজা
নং. ৪: td ৩১ঘ মুক্তিলাভের জন্য যীশুতে বিশ্বাস আবশ্যক কেন
নভেম্বর ১৩ বাইবেল পাঠ: ১ রাজাবলি ১৮-২০
গান সংখ্যা ১৫৯ [*২ থিলষনীকীয় ১-২ তীমথিয় ৩]
নং. ১: শান্তিপূর্ণভাবে সমস্যাগুলো সমাধানের উপায় (w৯৮ ১১/১ পৃ. ৪-৭)
নং. ২: ১ রাজাবলি ২০:১, ১৩-২২
নং. ৩: td ৩১ঙ মুক্তিলাভের জন্য যীশুতে বিশ্বাস করাই কি যথেষ্ট?
নং. ৪: td ৩৩খ #ঈশ্বরের রাজ্য যে আশীর্বাদগুলো নিয়ে আসবে
নভেম্বর ২০ বাইবেল পাঠ: ১ রাজাবলি ২১-২২
গান সংখ্যা ১৭৯ [*২ তীমথিয় ৪-ইব্রীয় ৭]
নং. ১: “স্বর্গের শস্য” থেকে উপকার পাওয়া (w৯৯ ৮/১৫ ২৫-২৮)
নং. ২: ১ রাজাবলি ২২:২৯-৪০
নং. ৩: td ৩৩গ খ্রীষ্টের শত্রুরা সক্রিয় থাকতেই রাজত্ব শুরু হবে
নং. ৪: td ৩৩ঙ ঈশ্বরের রাজ্য মানুষের চেষ্টার দ্বারা আসবে না
নভেম্বর ২৭ বাইবেল পাঠ: ২ রাজাবলি ১-৩
গান সংখ্যা ১৪৮ [*ইব্রীয় ৮-যাকোব ২]
নং. ১: খ্রীষ্টানদের বাগ্দানকে কতখানি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত? (w৯৯ ৮/১৫ ৩০, ৩১)
নং. ২: ২ রাজাবলি ২:১৫-২৫
নং. ৩: td ৩৪ক “জগতের শেষ” বলতে কী বোঝায়
নং. ৪: td ৩৪খ #শেষকালের চিহ্ন সম্বন্ধে আধ্যাত্মিকভাবে সজাগ থাকুন
ডিসেম্বর ৪ বাইবেল পাঠ: ২ রাজাবলি ৪-৬
গান সংখ্যা ১০৯ [*যাকোব ৩-২ পিতর ৩]
নং. ১: সাইমোনি থেকে সাবধান (w৯৮ ১১/১৫ পৃ. ২৮)
নং. ২: ২ রাজাবলি ৫:২০-২৭
নং. ৩: td ৩৬খ অনন্ত জীবন শুধুমাত্র স্বপ্ন নয়
নং. ৪: td ৩৬ঘ কারা স্বর্গে যাবেন?
ডিসেম্বর ১১ বাইবেল পাঠ: ২ রাজাবলি ৭-৯
গান সংখ্যা ১১৭ [*১ যোহন ১-প্রকাশিত বাক্য ১]
নং. ১: ধার দেওয়া ও নেওয়ার সময় বাইবেলের নীতিগুলোকে মেনে চলতে হবে (w৯৮ ১১/১৫ পৃ. ২৪-৭)
নং. ২: ২ রাজাবলি ৭:১, ২, ৬, ৭, ১৬-২০
নং. ৩: td ৩৬ঙ অসংখ্য ব্যক্তিরা পৃথিবীতে অনন্ত জীবন পাবে
নং. ৪: td ৩৮খ #বিবাহ বন্ধন পবিত্র থাকবে
ডিসেম্বর ১৮ বাইবেল পাঠ: ২ রাজাবলি ১০-১২
গান সংখ্যা ১৮১ [*প্রকাশিত বাক্য ২-১২]
নং. ১: যীশুর জন্মের সত্য কাহিনী (w৯৮ ১২/১৫ পৃ. ৫-৯)
নং. ২: ২ রাজাবলি ১১:১-৩, ৯-১৬
নং. ৩: td ৩৮গ খ্রীষ্টানেরা মস্তকব্যবস্থার সমাদর করবে
নং. ৪: td ৩৮ঘ শিশুদের প্রতি মাতাপিতার দায়িত্ব
ডিসেম্বর ২৫ লিখিত পুনরালোচনা। ২ শমূয়েল ১৩-২ রাজাবলি ১২ অধ্যায় পর্যন্ত
গান সংখ্যা ২১৭ [*প্রকাশিত বাক্য ১৩-২২]